শুক্রবার | ০৬ ডিসেম্বর, ২০২৪

বর্তমান সরকার সকল সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে : নিখিল কুমার চাকমা

প্রকাশঃ ১০ এপ্রিল, ২০২২ ০৫:৪৯:৫৮ | আপডেটঃ ০৬ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫৭:০১  |  ৩৭৪০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, বর্তমান সরকার জাতি ধমর্, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে। পার্বত্য শান্তি চুক্তির ফলে পাহাড়ে উন্নয়নের দ্বার উন্মোচিত হয়েছে। অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ের শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত রাস্তা ঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান, আবাসিক ভবনসহ নানা উন্নয়ন কাজ করে যাচ্ছে।

তিনি আজ রোববার দুপুরে রাঙামাটি শহরের কালিন্দপুর এলাকায় শ্রী শ্রী দশভুজা মাতৃ মন্দিরের ভক্ত নিবাস উদ্বোধনকালে একথা বলেন। এসময় রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, মন্দির পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট দুলাল নন্দী, সাধারন সম্পাদক তাপস দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উন্নয়ন বোর্ড চেয়ারম্যান আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেন, বঙ্গবন্ধুর লালিত সেই আর্দশকে ধারণ করে পার্বত্য এলাকার উন্নয়নে কাজ করছে উন্নয়ন বোর্ড।



পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৭৪ লক্ষ টাকা ব্যয়ে কালিন্দপুর এলাকায় শ্রী শ্রী দশভুজা মাতৃ মন্দিরের  ভক্ত নিবাসটি নিমার্ণ করে।
 


উন্নয়ন খবর |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions