বুধবার | ১১ সেপ্টেম্বর, ২০২৪
খাগড়াছড়িতে ইউপিডিএফের বিরুদ্ধে

দুই সংস্কারপন্থী দলের দেড়শ পরিবারকে বসতবাড়ী থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ

প্রকাশঃ ১৬ এপ্রিল, ২০১৮ ০৮:২৪:০৭ | আপডেটঃ ০৯ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০৯:৪৪  |  ৩৪৬৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের বিরুদ্ধে জনসংহতি সমিতি ও ইউপিডিএফ  (গণতান্ত্রিক ) সংস্কারপন্থী দলের পরিবার ও আত্মীয় স্বজনদের নিজ বসতবাড়ী থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ইউপিডিএফের ভয়ে প্রায় দেড়শ পরিবার স্ব স্ব এলাকা ছেড়ে অনত্র চলে গেছে বলে জানানো হয়।
সোমবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে আয়োজিত এক সংবাদিক সম্মেলন থেকে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা।
 সাংবাদিক সম্মেলনে  লিখিত বক্তব্য পাঠ করেন তাসোনা চাকমা। এসময় উপস্থিত ছিলেন ববিতা চাকমা, যুবলীকা চাকমা, ঝর্ণা চাকমা, এলিনা চাকমা, রিতা চাকমা এবং সুনেতœা চাকমা প্রমুখ।
তাঁরা বলেন, প্রসীত খীসার দলের লোকজন ঘরে ঘরে গিয়ে ১২ এপ্রিল রাত ১২টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন।  ইতিমধ্যে মহালছড়ি উপজেলার মোবাছড়ি, বাঘাইছড়ির রেতকাবা মুখ, কেরাঙ্গাতলী, দীঘিনালার বানছড়া, পানছড়ির প্রায় দেড়শ পরিবার ইউপিডিএফের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। ঘর-বাড়ী ছেড়ে যাওয়া পরিবারগুলো ইউপিডিএফ-গণতান্ত্রিক ও জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপের নেতাকর্মীদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন বলে জানায়। আছেন তাদের সাথে ভিন্নমত পোষনকারী সাধারণ গ্রামবাসীও। 
সাংবাদিক সম্মেলন থেকে এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে প্রসীত খীসার সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবী জানানো হয়।

পাহাড়ের রাজনীতি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions