শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪
লংগদু উপজেলায় লংগদু মডেল কলেজের উদ্বোধন

একটি কুচক্রী মহল পাহাড়ের সম্প্রীতিকে নষ্ট করতে চায়: মেজর জেনারেল মতিউর রহমান

প্রকাশঃ ০১ অক্টোবর, ২০১৮ ১২:১৭:৫২ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৭:১৭:১২  |  ২০৯৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। চট্টগ্রাম অঞ্চলের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি    মেজর জেনারেল এস,এম মতিউর রহমান, এএফডব্লিউসি, পিএসসি পাহাড়ের সম্প্রীতি বিনষ্ট করতে একটি কুচক্রী মহল সব সময় সক্রিয় থাকে। এই গোষ্ঠী সম্প্রীতি চায় না এবং উন্নয়ন চায় না। তারা উন্নয়নে বাঁধা গ্রস্ত করে। এই গোষ্ঠীর বিরুদ্ধে পাহাড়ী-বাঙ্গালী সকল সম্প্রদায়ের মানুষকে সতর্ক থাকতে হবে।  

আজ সোমবার সকালে লংগদু উপজেলায় লংগদু মডেল কলেজের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, পাহাড়ের পাহাড়ী-বাঙ্গালীর সম্প্রীতি কখনোই নষ্ট করতে দেয়া হবে না। যে কোন মূল্যে সম্প্রীতি রক্ষা করতে হবে। তিনি বলেন, পাহাড়ের দুর্গম অঞ্চল গুলোতে শিক্ষার মান আরো বাড়াতে হবে। এই শিক্ষার মান বাড়াতে যা যা করা প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনী সহায়তা করবে।

এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারে হামিদুল হক, লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এস,এম শফিকুর রহমান, রাঙামাটি জেলা পরিষদ সদস্য মোঃ জানে আলম,  লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়।

পরে তিনি লংগদু মডেল কলেজের দ্বিতল ভবনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions