শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

কাপ্তাই উপজেলা বিএনপির কার্যকরী কমিটি বাতিল

প্রকাশঃ ০৭ সেপ্টেম্বর, ২০১৮ ০৬:৫৭:২৩ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০২:৩৯:০১  |  ১৭৪৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উপজেলা কার্যকরী কমিটি আজ শুক্রবার বাতিল করেছে জেলা বিএনপি।

দুপুরে জেলা বিএনপির সভাপতি হাজী শাহ আলম, সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু ও সাংগঠনিক সম্পাদক এডভোকে সাইফুল ইসলাম পনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, ২০১৫ সনের আগষ্ট মাসে সম্মেলনের মাধ্যমে কাপ্তাই উপজেলা বিএনপির কমিটি গঠনের পর হতে বর্তমান কমিটি কোন রুপ সভা, সমাবেশ, কেন্দ্র ও জেলা কমিটি ঘোষিত কর্মসুচী পালনে ব্যর্থ হওয়া, সমন্বয়হীনতা এবং অন্ত;কোন্দলে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড পরিচালনার কারণে সংগঠনে স্থবিরতা সৃষ্টি হওয়ায় গতকাল ৬ সেপ্টেম্বর ২০১৮ইং তারিখে জেলা বিএনপির জরুরী সভায় সিদ্ধান্তক্রমে কাপ্তাই উপজেলা বিএনপির কার্যকরী কমিটি বাতিল ঘোষণা করা হইল।

বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সভাপতি হাজী শাহ আলম।

জানা গেছে, কাপ্তাই উপজেলা বিএনপির কমিটি গঠনের পর থেকে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি দিলদার হোসেন ও সাধারন সম্পাদক ইয়াসিন মামুনের সাথে নানা বিষয়ে গ্রুপিং লেগে আছে।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions