রবিবার | ১৯ মে, ২০২৪
রাজস্থলীতে সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে বিদ্যুৎ বিহীন এলাকায় সৌর বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে : নিখিল কুমার চাকমা

প্রকাশঃ ৩০ জুন, ২০২২ ০১:২০:৩০ | আপডেটঃ ১৮ মে, ২০২৪ ০৫:৩১:৫৯  |  ৫১৮
সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই সারাদেশের ন্যায় পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ বিহীন এলাকায় ঘরে ঘরে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দিতে নিরলস কাজ করছে । বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় বিদ্যুৎবিহীন এলাকায় আমরা সোলার প্যানেল দিয়ে আলোকিত করছি।

আজ বৃহস্পতিবার রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নে সোলার হোম সিস্টেম  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্র্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা  এসব কথা বলেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে সোলার বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আমিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (বাস্তবায়ন)ও প্রকল্প পরিচালক মোঃ হারুন আর রশিদ, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন, সাবেক উপজেলা পরিষদের চেয়্যারম্যান উথিনসিন মারমা, ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লংবতি ত্রিপুরা, হেডম্যান, মেম্বার, কারবারি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এসময় বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা আরো বলেন, শুধু সোলার প্যানেল নয়, পাহাড়ে রাস্তা-ঘাট কালভার্ট ব্রীজ ও অবকাঠামোর উন্নয়ন করছে এই সরকার।

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় আজ ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নের ১২২৪টি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণের প্রথম ধাপে ৭৩২টি পরিবারের মাঝে ১০০ ওয়ার্ড সোলার প্যানেল ও ১২ ভোল্টের একটি করে ব্যাটারি বিতরণ করা হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions