অভাবের তাড়নায় লংগদুতে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্নহত্যা নানা আয়োজনে রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত নৈসর্গিক সৌন্দর্য্যের আঁধার সতাং পাহাড়, পর্যটনের নতুন সম্ভাবনা পাহাড়ের দরিদ্র মানুষের কল্যাণে শেখ হাসিনার বিকল্প নেই : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পাহাড়ের পর্যটন নিয়ে আশা-হতাশার কথা ও পরিবেশ বান্ধব বিনিয়োগ : প্রান্ত রনি
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। “যুক্তির আলোয় শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক” এই স্লোগানকে সমানে রেখে বান্দরবানে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বির্তক উৎসব ।
রোববার সকালে বান্দরবান ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ এর আয়োজনে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় মিলানায়তনে বির্তক উৎসবের উদ্বোধন করেন পৌর মেয়র মো: ইসলাম বেবী । এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের বান্দরবান ইউনিটের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা।
“ জিপিএ ৫ পাওয়ার আকাঙ্খাই গুণগত শিক্ষার প্রধান অন্তরায়”এই বিষয়ের ওপর প্রথম দিনের বির্তক প্রতিযোগিতায় পক্ষে অংশ নেয় বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় আর বিপক্ষে অংশগ্রহণ করেন রেইছা উচ্চ বিদ্যালয়।
এবারের বির্তক প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে ৪টি দল ও জুনিয়র গ্রুপে ১৪টি দল অংশ নিচ্ছে ,আর আগামী ১২ এপ্রিল বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনিস্টিটিউটে পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বির্তক প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।