শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

রাজস্থলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী পালিত

প্রকাশঃ ১৫ অগাস্ট, ২০১৮ ১০:১২:৫৯ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ১০:৫৭:১২  |  ৬৭১
সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার  মহান স্থপতি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট সকাল ৯ ঘটিকার সময় উপজেলা শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে উপজেলা চত্ত্বর থেকে এক শোক র‌্যালী বেড় হয়। র‌্যালীটি উপজেলা বাস ষ্ট্যান্ডের উত্তর-দক্ষিণ দিক প্রদক্ষিণ করে উপজেলা গণমিলনয়াতনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপত্বিত করেন উপজেলা নির্বহী অফিসার মোঃ মুশফিকুর রহমান, প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ এস.এম. মাহাবুব আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লাঅং মারমা।
উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা আবু নাঈম ভূইঁয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেব নাথ, কৃষি কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা মহিলা এমপি প্রতিনিধি লংবতি ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান সুশান্ত প্রশাদ তঞ্চগ্যা, উথান মারমা প্রমুখ।

সভায় সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভা শেষে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এছাড়া রাজস্থলী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সকাল ৮টার সময়  উপজেলা দলীয় কার্যলয় থেকে এক শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার উত্তর-দক্ষিণ দিক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যলয় এসে শেষ হয়।
র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা, সহ সভাপতি রবার্ট ত্রিপুরা, সাধারন সম্পাদক পুচিংমং মারমা, সাংগঠনিক সম্পাদক রেঅংগ্যা মারমা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লংবতি ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হারাধন কর্মকার, বীর মুক্তিযোদ্ধা ইউছুপ আলী সর্দার, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের উপজেলা এমপি প্রতিনিধি মোঃ ইদ্রিছ মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন  আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions