বুধবার | ১৭ এপ্রিল, ২০২৪

বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশঃ ১২ অগাস্ট, ২০১৮ ০৭:৩৮:৫২ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ০৭:০৯:১৭  |  ৮০২
সিএইচটি টুডে ডট কম,  বান্দরবান। বান্দরবান শহরের মধ্যমপাড়ার মারমা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা  হয়েছে।  রোববার সকালে ক্ষতিগ্রস্থ এলাকায় বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম সরকারের দূর্যোগ ও ত্রাণ  ব্যবস্থাপনা বিভাগ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭০ পরিবারকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন ।

এসময় প্রতিটি পরিবারকে ৩৫ কেজি চাউল, ৩বান্ডিল ঢেউটিন,৫ লিটার সয়াবিন তৈল,৫কেজি চিনি, ৫ কেজি ডালসহ গৃহস্থালি ও শুকনা খাবার সামগ্রী এবং নগদ ৯ হাজার টাকা প্রদান করা  হয়।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, ৬৯ পদাতিক ব্রিগেডের ভারপ্রাপ্ত ব্রিগেড কমান্ডার এস এম আব্দুল্লাহ আল আমিন(পিএসসি),পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্য সা প্রু,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল,মো:কামরুজ্জামানসহ বান্দরবানের বিভিন্ন সরকারী বেসকারি প্রতিষ্টানের উর্ধতন কর্মকর্তারা।

প্রসঙ্গত শনিবার ১১ আগষ্ট দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে বান্দরবান সদরের  মারমা বাজার এলাকায় ৭০টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়, এসময় উদ্ধার কাজে অংশ নিয়ে সেনাবাহিনীর এক সদস্যসহ ৭ জন আহত হয়।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions