শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

নির্বাচন উপলক্ষে বান্দরবানের রুমা ও আলীকদমে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০২১ ০৯:২৫:২৯ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ১০:৪১:৩৫  |  ৫৮৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের আলীকদম ও রুমা উপজেলার তৃতীয় ধাপে ৮টি ইউনিয়নে ইউপি নির্বাচন উপলক্ষে শনিবার (২৭ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে ও রোববার (২৮ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দিয়েছে বান্দরবান জেলা প্রশাসন।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য  নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, রবিবার (২৮ নভেম্বর) ৩য় ধাপে বান্দরবান জেলার আলীকদম ও রুমা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তাই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য আগামী শনিবার (২৭ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে রবিবার (২৮ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত বান্দরবানের আলীকদম ও রুমা উপজেলায় পর্যটক ভ্রমনের উপর এই নিষেধাজ্ঞা আরোপ থাকবে।

প্রসঙ্গত, রবিবার (২৮ নভেম্বর) ৩য় ধাপে বান্দরবান জেলার আলীকদম ও রুমা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলছে হবে আর ৭২টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন ও নির্বাচন কমিশন।



বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions