বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

লামায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

প্রকাশঃ ০৭ অগাস্ট, ২০১৮ ১২:৩৯:২৫ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ১০:৪৯:০৯  |  ৭১৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা ’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে এক র‌্যালি বের করা হয়, র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।

এসময় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, কৃষি কর্মকর্তা মো. নূরে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন ১৩টি স্টল স্থাপনের মাধ্যমে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা প্রদর্শন করা হয়। শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামুল্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions