অভাবের তাড়নায় লংগদুতে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্নহত্যা নানা আয়োজনে রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত নৈসর্গিক সৌন্দর্য্যের আঁধার সতাং পাহাড়, পর্যটনের নতুন সম্ভাবনা পাহাড়ের দরিদ্র মানুষের কল্যাণে শেখ হাসিনার বিকল্প নেই : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পাহাড়ের পর্যটন নিয়ে আশা-হতাশার কথা ও পরিবেশ বান্ধব বিনিয়োগ : প্রান্ত রনি
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার প্রত্যন্ত দুর্গম বাঘাইছড়ি উপজেলাধীন বাঘাইহাটের ১০নং ডিপি পুলিশ ক্যাম্পে বিদ্যুতে স্পৃষ্ট হয়ে আশীষ কুমার পাল (২২) নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছে। তার কনস্টেবল পরিচিতি নাম্বার-৩০০৮। গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায়। শুক্রবার রাত ১১টার সময় এই ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে পুলিশ সুপার মোঃ আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আকস্মিক ভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়, ঘটনার সময় পুলিশ সদস্য আশিষ কুমার পাল ওয়্যারলেস অপারেটর হিসেবে ওই ফাঁড়িতে কর্মরত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে,নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন ঘাসের খিল গ্রামের (পোষ্ট অফিস:করিহাটি বাজার) হারাধন কর্মকার ও দিপালী রানী পাল এর সন্তান সে। আশিষ কুমার পাল ২০১৪ সালের অক্টোবর মাসের ১০ তারিখে পুলিশ বাহিনীতে যোগদান করেছেন। রাঙামাটি জেলায় আসার আগে সে চট্টগ্রাম সিএমপিতে কর্মরত ছিল।