বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে পুলিশী বেষ্টনির মধ্যে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশঃ ০২ অগাস্ট, ২০১৮ ১২:৫২:২০ | আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৪ ১২:৩৭:৫৪  |  ৫৯৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের কলা বাগানস্থ মিল্লাত চত্ত্বর থেকে বিক্ষোভ শুরু করে সংগঠনটি। বিক্ষোভ মিছিলটি ভাঙ্গাব্রীজ হয়ে প্রদান সড়কে যেতে চাইলে পুলিশী বাধাঁর মূখে পড়ে সেখানে সংক্ষিপ্ত করে।
খাগড়াছড়ি   জেলা   বিএনপির   সিনিয়র   সহ-সভাপতি   প্রবীণ   চন্দ্র   চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মো: আবু ইউসুফ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আ: রব রাজা প্রমূখ।
সভাপতির  বক্তব্যে   প্রবীণ  চন্দ্র  চাকমা  সমাবেশে  বলেন,   আওয়ামীলীগ   সরকারের সময়   ঘনিয়ে   এসেছে।   আর   বেশি   দিন   ক্ষমতায়   থাকতে   পারবেনা   যেতে   তারা বেপরোয়া   হয়ে   উঠেছে।   সে   জন্য   সিটি   নির্বাচনে   নজীর   বিহীন   ভোট কারচুপিসহ   খালেদা   জিয়াকে   কারাগারে   বন্দি   রেখে   পাতানো   নির্বাচনের স্বপ্নে বিভোর হয়ে উঠেছে। শীঘ্রই বর্তমান সরকারের পতন ঘন্টা বাজবে উল্লেখ করে তিনি দ্রুত বেগম জিয়ার মুক্তির দাবী জানান।  
এ   সময়   অন্যান্যদের   মধ্যে   উপস্থিত   ছিলেন,   খাগড়াছড়ি   জেলা   বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএন আফসার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: ইব্রাহীম খলিল জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল ইসলাম সুমন, জেলা মহিলা দলের সম্পাদিকা কুহেলী দেওয়ানসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions