বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

বান্দরবানে পর্যটকবাহী জীপে সন্ত্রাসীদের হামলা, আহত ২

প্রকাশঃ ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০২:১৭:৪৬ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৪:১৫:৪৩  |  ৯৬০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে পর্যটকবাহী জীপে সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে, এতে প্রাথমিভাবে ২জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রাঙামাটি জেলার রাজস্থলী থেকে ১৬জনের একটি পর্যটকবাহী দল ১৮ সেপ্টেম্বর বান্দরবানের রুমা উপজেলার বগালেক ঘুরতে যায়। সারাদিন বগালেক এলাকায় ঘুরে বিকেলে তারা বান্দরবান সদর হয়ে রাজস্থলী ফেরত যাওয়ার পথে বিকেল ৫টায় বান্দরবানের কুহালং ইউনিয়নের জাহাঙ্গীরবাগ এলাকায় পৌঁছালে পাহাড়ে  ওত পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তাদের গাড়ী লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময়  সন্ত্রাসীদের  গুলিতে কেউ গুরুতর  হতাহত না হলে ও গাড়ীর চাকায় গুলি লেগে গাড়ীটি খাদে পড়ে যায়। এসময় গাড়ীর ২জন যাত্রী আহত হলে তাদের রাজস্থলী নিয়ে যাওয়া হয়। 

বান্দরবান সদর থানার ওসি মো.শহিদুল ইসলাম চৌধুরী জানান,ঘটনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। সন্ত্রাসীদের কোন একটি দল এই ঘটনা ঘটিয়েছে। ওসি আরো জানান,এই ঘটনার পর এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি।    

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions