শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

মহালছড়িতে সেনাজোনের উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশঃ ২৮ জুলাই, ২০২১ ১২:৫৮:১৩ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৩:৫২:৪৬  |  ৬৫৩
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। চিকিৎসা মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। বৈশ্বিক করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও ২০৩ পদাতিক ব্রিগেড,  খাগড়াছড়ি রিজিয়ন বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখে।

তারই ধারাবাহিকতায় আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহালছড়ি জোন এবং ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স যৌথ ভাবে পঙ্খিমুড়া এলাকায় একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। এর মাধ্যমে অত্র অঞ্চলের পাহাড়ী ও বাঙালি জনগোষ্ঠীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে শতাধিক পাহাড়ী ও বাঙালিকে চিকিৎসা সহায়তা ও বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয় ৷

করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ এর সময় দুর্গম এলাকায় সেনাবাহিনীর এই উদ্যোগকে স্থানীয় জনসাধারণ স্বাগত জানায়। সরকার কর্তৃক আরোপিত কঠোর লকডাউন চলাকালীন সময়ে করোনা বিধি-নিষেধ সঠিকভাবে মেনে চলার লক্ষ্যে সেনাসদস্যরা দেশব্যাপী যেমন বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে কাজ করছে তেমনি দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রমও অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর কর্মকর্তারা ৷

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions