শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

বান্দরবানে নতুন করে আক্রান্ত ৩৮জন

প্রকাশঃ ২৫ জুলাই, ২০২১ ০১:৫৩:২৫ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১১:১৬:১২  |  ৫৩২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ২৪ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ৩৮জন।

আক্রান্তদের মধ্যে ১৯জন বান্দরবান সদর,৩জন রোয়াংছড়ি,৫জন রুমা,৩জন লামা,৫জন আলীকদম এবং ৩জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান,এ পর্যন্ত বান্দরবানে ৯ হাজার ১০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৮হাজার ৩শত ৪৯জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, এদের মধ্যে ১হাজার ৫শ ৭৭জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ১হাজার ১শত ৯৫জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। তিনি আরো জানান,জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫জনের মৃত্যু হয়েছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়,বান্দরবানে ২য় পর্যায়ে সিনোফার্মার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে এবং ৪ হাজার ৬শত ৯৬জন প্রথম ডোজ গ্রহণ করেছে।
 

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions