বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

মানিকছড়িতে ভুমি বিরোধের জেরে আহত ১জনের মৃত্যু

প্রকাশঃ ১৫ জুলাই, ২০২১ ০৮:২৪:১৩ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০২:৩৯:১৯  |  ৮৫২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মানিকছড়িতে ভূমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হালিম নামে একজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, গতকাল সকালে মানিকছড়ির সাপমারার নোনাবিল এলাকায় কৃষি জমির সীমানা বিরোধ নিয়ে প্রতিবেশী পূর্ণ কুমার ত্রিপুরা ও তার ছেলে দেশীয় অস্ত্র দিয়ে আব্দুল হালিম ও তার দুই ছেলেকে মারধর করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুল হালিমের মাথায় গুরুত্বর আঘাত লাগায় চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মানিকছড়ি থানার ওসি শাহনুর আলম বলেন, পূর্ণ কুমার ত্রিপুরাসহ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions