বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ

প্রকাশঃ ১৪ জুলাই, ২০২১ ০৭:৪৩:১০ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ০৪:১৬:১৩  |  ৬১৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়িতে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। বুধবার সকালে খাগড়াছড়ি রিজিয়নের সদর জোনের উদ্যোগে সরকারি কলেজ মাঠে ১ শ ৮০ পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা বিতরণ করে।

ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্ণেল তৌফিকুল বারী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সেনা কর্মকর্তারা বলেন, বিগত সময়ের মত করোনা সংকট মোকাবেলায় দেশের মানুষের পাশে সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত থাকবে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে আরও সর্তক হতে হবে।

পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াঁজ, ১ লিটার তেল, ৫০০ গ্রাম চিনি ও ৫০০ গ্রাম লবণ প্রদান করা হয়।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions