শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে করোনায় এক বৃদ্ধার মৃত্যু

প্রকাশঃ ০৬ জুলাই, ২০২১ ০৬:১৯:৫৯ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ০৭:৩৩:২২  |  ১৪৪৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে করোনায় আক্রান্ত হয়ে সূর্য বানু নামে ৮৫ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় এ রোগীর মৃত্যু হয় বলে মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন আরএমও ডা. রিপল বাপ্পী চাকমা।

খাগড়াছড়ি সদর হাসপাতালের তথ্য মতে, নিহত সূর্য বানু দীঘিনালা উপজেলার হাছিনসনপুর গ্রামের বাসিন্দা। গত ২ জুলাই করোনা আক্রান্ত হয়ে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়িতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। করোনা চিকিৎসার জন্য ব্যবহৃত খাগড়াছড়ি সদর হাসপাতালে ৩৬ জন রোগী ভর্তি রয়েছে। তাদের সবারই অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে।

খাগড়াছড়িতে গত ২৪ ঘন্টায় ৯২ জনের নমুনায় ৩৩ জন পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৮ হাজার ৪ শ ৭৬ টি নমুনায় ১ হাজার ৩ শ ৬৬ জনের পজেটিভ শনাক্ত হয়েছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions