শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে লকডাউনেও পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ

প্রকাশঃ ০৪ জুলাই, ২০২১ ০৮:৫২:৫৪ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৪:১৮:২৫  |  ৮৪৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। চলতি মাসে ৪শ ৫ টি নমুনায় ১ শ ৪৩ জন পজেটিভ শনাক্ত হয়েছে। যা অতীতের সকল রেকর্ড ভেঙ্গেছে। তারপরও জনসাধারণের মাঝে কোন সচেতনতা দেখা যাচ্ছে না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও নানা অযুহাতে মানুষ হাট-বাজারে ঘোরাফেরা করছে। সড়কে বেড়েছে গণপরিবহন। স্বাস্থ্যবিধি না মানায় লক-ডাউনের গত ৩ দিনে ৩ শ ৬২ জনকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১৫ ব্যক্তিকে সূর্যাস্ত পর্যন্ত কারাদ- দেয়া হয়েছে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, রোববার চট্টগ্রামের বিভিন্ন ল্যাব থেকে খাগড়াছড়ির ১ শ ৬৫ টি নমুনায় ৫৬ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। হাসপাতালে ৩১ জন রোগী ভর্তি রয়েছেন। ভর্তি রোগীদের বেশীর ভাগেরই অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হচ্ছে।

খাগড়াছড়ির নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসু দেব মালু জানান, লকডাউনে যারা স্বাস্থ্যবিধি মানছে না তাদের দ-বিধি অনুসারে সাজা দেয়া হচ্ছে।

খাগড়াছড়ি জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ৩ শ ১ টি নমুনায় ১ হাজার ৩ শ ৩ জন পজেটিভ শনাক্ত হয়েছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions