শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

রামগড় জীপ সমিতি ও জেলা শহরের শ্রমজীবিদের সহায়তা দিলেন জেলা প্রশাসক

প্রকাশঃ ২৬ এপ্রিল, ২০২১ ০২:২৪:০২ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০১:৩৪:৪৪  |  ৭৬৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত অর্থ থেকে রামগড় জীপ সমিতি ও জেলাশহরের শতাধিক শ্রমজীবিকে করোনা সহায়তা প্রদান করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসন।

সোমবার বিকেলে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্ব স্ব প্রতিষ্ঠান প্রতিনিধি ও শ্রমজীবিদের প্রত্যেকের হাতে সহায়তা তুলে দেন।

এরমধ্যে রামগড় জীপ সমিতির শ্রমিকদের জন্য পঞ্চাশ হাজার টাকা এবং জেলাশহরের ১’শ ২৮ জন শ্রমজীবিকে ৬৪ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক ছাড়াও পৌরসভার প্যানেল মেয়র পরিমল দেবনাথ, এনডিসি বাসুদেব মালো, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী ও সা: সম্পাদক সৈকত দেওয়ানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, বরাদ্দ সাপেক্ষে করোনার বিরুপ প্রভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সেক্টরের ব্যক্তি ও প্রতিনিধিদের সহায়তা অব্যাহত থাকবে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions