শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

বান্দরবানে ৩ কোটি ৭০ লক্ষ টাকা মুল্যের আফিম উদ্ধার : গ্রেফতার ১

প্রকাশঃ ১৮ এপ্রিল, ২০২১ ০১:৫৯:১১ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৪:১০:২৪  |  ৮৮৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান জেলার থানচি উপজেলা থেকে ৩ কোটি ৭০লক্ষ টাকা মুল্যের  প্রায় ৩ কেজি ৮৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়েছে।

১৭ এপ্রিল (শনিবার ) দুপুরে বান্দরবান জেলার থানচি উপজেলার জিরো পয়েন্ট এলাকা থেকে অভিযান পরিচালনা করে এই আফিম উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে   র‌্যাব-৭, বিজিবি ও পুলিশের একটি যৌথ দল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭,বিজিবি ও পুলিশের একটি যৌথদল ১৭ এপ্রিল (শনিবার )দুপুরে থানচি উপজেলার জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে এবং এসময় মউসিং ত্রিপুরা (৩৭) পিতা: অংথহা ত্রিপুরাকে  প্রায় ৩ কেজি ৮৫০ গ্রাম আফিমসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

বান্দরবানের থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার জানান,গ্রেফতারকৃত মউসিং ত্রিপুরা এর বিরুদ্ধে থানচি থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে , গ্রেফতারকৃত আসামীকে বান্দরবান আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions