বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪
মহান মুক্তিযুদ্ধে ৩০লক্ষ শহীদের স্মরনে

রাঙামাটির ৬০৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৬ হাজার গাছের চারা রোপন

প্রকাশঃ ১৮ জুলাই, ২০১৮ ০৯:৫০:২৭ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০১:১৯:১০  |  ১২১৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। মহান মুক্তিযুদ্ধে আতেœাৎসর্গকারী ৩০লক্ষ শহীদদের স্মরনে সারাদেশে একযোগে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসাবে রাঙামাটি জেলায় ৬০৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৬হাজার গাছের চারা রোপন করা হয়েছে।
বুধবার (১৮জুলাই) সকালে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনের পর পর রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে রাঙামাটি বন বিভাগের সহযোগিতায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর, রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা তৌফিক ইলাহী’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিথিদের সাথে কলেজের ছাত্র-ছাত্রীরাও কলেজের বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions