শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

দীঘিনালায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

প্রকাশঃ ০৭ মার্চ, ২০২১ ১২:৪৬:৫৩ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৯:১৫:২৬  |  ৭৯৩
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির দীঘিনালা থানার আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীতের জন্য জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তির আনন্দ উদযাপন করা হয়েছে।

রোববার (৭ মার্চ) বিকেলে "মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার" এই প্রতিপাদ্যে দীঘিনালা থানা মাঠে প্রধান অতিথি হিসেবে কেক কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম দেব'র সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবির রতন, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা (কালাধন), কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

এসময় বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, সুশীল ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যাটমিন্টন টুর্নামেন্ট'র আয়োজন রয়েছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions