শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
খাগড়াছড়িতে সিনিয়র পররাষ্ট্র সচিব

তিস্তাসহ ৬ পানি চুক্তির সুরাহার লক্ষ্যে বৈঠক ১৬ মার্চ

প্রকাশঃ ০৫ মার্চ, ২০২১ ০৭:২৩:০২ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৭:২৬:১৯  |  ৮৪৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু ১ চালুর কথা ভাবছে সরকার। ভারতের সংশ্লিষ্ট দফতরের সাথে যোগাযোগ করে এ ব্যাপারে সম্মতি মিললে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়ির রামগড়ের ফেণী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

শুক্রবার দুপুরে খাগড়াছড়ির রামগড়ের মহামুনি এলাকায় ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১ এর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মাসুদ বিন মোমেন আরও জানান, তিস্তা চুক্তিসহ ৬ টি নদীর পানি চুক্তি নিয়ে অমীমাংসিত বিষয়ে আগামী ১৬ মার্চ দু’দেশের পানি সম্পদ সচিব পর্যায়ে বৈঠকে আলোচনার কথা রয়েছে। তিস্তা চুক্তির মতো অন্যান্য নদী চুক্তি যেনো বাধাগ্রস্ত না হয় সে দিকে জোর দেয়া হবে এবার বৈঠকে।

এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন ও সশস্ত্র বিভাগের গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আতিকুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions