বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে পর্যটক-পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা

প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২১ ০৫:২২:২৩ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ০৯:৩২:৪৪  |  ৩৩৩৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে সাজেকগামী কয়েকজন পর্যটকদের হামলায় এক পরিবহন শ্রমিক আহত হয়েছে। এর জেরে সকাল ৭ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত খাগড়াছড়ি-সাজেক সড়কে পরিবহন ধর্মঘট করে শ্রমিকরা। পরে পুলিশ উভয় পক্ষকে সাথে নিয়ে বিষয়টি মীমাংসা করে যান চলাচল স্বাভাবিক করে।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, সকাল ৭ টার দিকে খাগড়াছড়ি পৌরসভা গেইটের সামনে পিকআপে উঠতেছিল কয়েকজন পর্যটক। এ সময় পিকআপটির পাশ দিয়ে স্টেশনগামী একটি বাস যাওয়ার সময় হঠাৎ করে পর্যটকরা চাপ দেয়ার অভিযোগ করে চালককে মারধর শুরু করে। এতে বাস গাড়ির চালক আহত হয়। প্রায় সময় পর্যটকরা পরিবহন শ্রমিকদের লাঞ্ছিত করছে বলেও অভিযোগ করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ রশীদ জানান, পর্যটক ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনার বিষয়টি মীমাংসা করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions