শনিবার | ২০ এপ্রিল, ২০২৪
ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থীরা মাতৃভাষার বই পেল

বান্দরবানে প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন শুরু

প্রকাশঃ ০১ জানুয়ারী, ২০২১ ০৬:৪৬:০৫ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১১:২০:৫৪  |  ৬৪৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে বছরের প্রথমদিনে প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠির মাতৃভাষায় বই বিতরণ করা হয়েছে ।

১জানুয়ারী (শুক্রবার) সকালে বান্দরবানের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক দুরত্ব নিশ্চিত করে বই বিতরণ শুরু করা হয়। এসময় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বই বিতরণ করেন শিক্ষকরা। করোনার কারণে এবার শিক্ষার্থীদের পরিবর্তে অনেক বিদ্যালয়ে অভিভাবকদের মাঝে বই বিতরণ করা হয়।  

নতুন বছরে বাংলা,ইংরেজী গণিতের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্টির মাতৃভাষায় বই পেয়ে খুশি ক্ষুদ্র নৃগোষ্টির শিক্ষার্থীরা।

বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে ,বান্দরবানে ৪৩৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আর এর জন্য সরকারিভাবে বই পাওয়া গেছে ১লক্ষ ৮ হাজার ৬শত ৮৪টি আর এর পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্টির মাতৃভাষা চাকমা,মারমা,ত্রিপুরা ভাষায় ১ম,২য়,৩য় শ্রেণী ছাত্রছাত্রীরা পেল ক্ষুদ্র নৃগোষ্টির মাতৃভাষায় ছাপানো নতুন বই।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions