শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাঙামাটি বিএনপির প্রতীকী অনশন পালন

প্রকাশঃ ০৯ জুলাই, ২০১৮ ০৬:৫২:৫৩ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৮:৫০:৫৪  |  ৭১৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী অনশন পালন করেছে রাঙামাটি জেলা বিএনপি ও  অঙ্গসংগঠনগুলো।

সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতীকী অনশন শুরু হয়।  জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপেন তালুকদার (দীপু), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আজগর সুমন, জেলা জাসাস’র আহবায়ক আলী হোসেন চৌধুরীসহ আরো অনেকেই। এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতীকী অনশনে বক্তারা বলেন, এ সরকার অবৈধ সরকার, প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে টিকে আছে। সরকারের পায়ের তলায় মাটি নেই তাই সাধারণ মানুষের অধিকারকে প্রতিনিয়ত হরণ করছে। দেশে দিনদিনই গনতন্ত্র নামক ভাষাটি হারিয়ে যাচ্ছে। সরকার আগামীদিনেও নিজেদের ক্ষমতাকে বলবৎ রাখার জন্য নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এখন সময় হয়েছে জনগণকে সাথে নিয়ে অবৈধ সরকারকে উৎখাত করার।

তারা আরো বলেন, খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না, এই সরকারের বিরুদ্ধে গন আন্দোলন গড়ে তুলতে হবে।

প্রসঙ্গত: জিয়া অরফারেন্স দুর্নীতি মামলায়  গত ৮ ফেব্রুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী আছেন  ।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions