শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরামর্শক কমিটি সভা অনুষ্ঠিত

নতুন অর্থ বছরে ৩০ কোটি টাকা বরাদ্দ কম পাচ্ছে উন্নয়ন বোর্ড

প্রকাশঃ ০৮ জুলাই, ২০১৮ ০১:৫০:৩৯ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ০২:৪০:৪২  |  ৬৬৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৮-১৯ অর্থ বছরের পরামর্শক কমিটির সভা রাঙামাটিস্থ বোর্ডের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষ কর্ণফুলীতে অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি উক্ত সভায়  সভাপতিত্ব করেন।
    
সভায় আলোচ্য বিষয় ছিল গত ১৮/০৭/২০১৭ খ্রিঃ  তারিখে অনুষ্ঠিত পরামর্শক কমিটি সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জন্য উন্নয়ন সহায়তা  (কোড নং-৭০৩০) এর আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে অন্তর্ভুক্তির জন্য নতুন স্কিম/প্রকল্প বাছাই এবং বিবিধ আলোচনা।

প্রত্যেক বছরের ন্যায় নতুন অর্থ বছরের শুরুতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  ১৬ সদস্য বিশিষ্ট পরামর্শক কমিটির সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদাধিকার বলে  পরামর্শক কমিটির সভা চেয়ারম্যান হন। সদস্যবৃন্দের মধ্যে রয়েছেন তিন পার্বত্য জেলার তিনজন সার্কেল চীফ, তিন পার্বত্য জেলার তিনজন উপজেলা পরিষদের চেয়ারম্যান, তিন পার্বত্য জেলার তিনজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিন পার্বত্য জেলা তিনজন হেডম্যান এবং তিন পার্বত্য জেলার তিনজন বেসামরিক গণ্যমান্য ব্যক্তি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড উন্নয়ন সহায়তা কোড নং -৭০৩০ এর আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে ৯০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যাবে মর্মে জানা যায় যা গত অর্থ বছরের তুলনায় ৩০ কোটি টাকা কম। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে গৃহীত প্রকল্প/স্কিমসমূহ তিন পার্বত্য জেলায় বাস্তবায়ন করা হয়। সভাপতি পরামর্শক কমিটির সকল সদস্যকে বোর্ডের বিভিন্ন প্রকল্প/স্কিম বাস্তবায়ন কাজে পরিদর্শনের জন্য আহবান জানান।

সভায় উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস-চেয়ারম্যান  তরুণ কান্তি ঘোষ (অতিরিক্ত সচিব), সদস্য- অর্থ  শাহীনুল ইসলাম (যুগ্মসচিব), সদস্য প্রশাসন  আশীষ কুমার বড়ুয়া (যুগ্মসচিব), সদস্য-পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব), সদস্য- বাস্তবায়ন জনাব মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব) ।

সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরামর্শক কমিটি সভার সম্মানিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান  ¤্রাগ্য মারমা, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.চৌধুরী, খাগড়াছড়ি জেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, বাঘাইছড়ি উপজেলা খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান  অমলেন্দু চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা ১১৯ নং ভার্য্যাতলী মৌজা হেডম্যান জনাব থোয়াই অং মারমা, খাগড়াছড়ি জেলা ২৪২ নং পুজজগাং মৌজা হেডম্যান জনাব সুইহ্লাপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা অবসরপ্রাপ্ত শিক্ষক বাদল চন্দ্র দে, খাগড়াছড়ি জেলা সাবেক জেলা পরিষদ সদস্য জনাব ভূবন মোহন ত্রিপুরাসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions