বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

নানিয়ারচরে ২৭জন গ্রামবাসীকে অপহরণের অভিযোগ, পুলিশ বলছে কেউ অভিযোগ করেনি

প্রকাশঃ ০৮ জুলাই, ২০১৮ ০৬:০৪:০৯ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০১:৩০:৩৮  |  ২৩৫৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির নানিয়াচরে ইউপিডিএফের এক নেতাসহ ২৭ গ্রামবাসীকে অপহরণের অভিযোগ করেছে ইউপিডিএফ।
সংগঠনটি জেলা কমিটির সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে দাবি করেন, ‘আজ রবিবার (৮ জুলাই)সকাল সাড়ে ৭টার দিকেইঞ্জিন-চালিত বোট যোগে কাঁচামালসহ বিভিন্ন গ্রামের লোকজন কুদুকছড়ি বাজারে যাওয়ার সময় জেএসএস ও ইউপিডিএফের সংস্কারপন্থ সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদের হাতিমারা দোরের একটি টিলায় তাদেরকে আটকায়। এরপর তারা আটকানো  বোট থেকে কমপক্ষে ২৫ জনকে বাছাই করে অস্ত্রের মুখে অপহরণ করে গোপন নিয়ে যায়।

অপহৃতদের মধ্যে যাদের সংগঠনটি জানিয়েছে তারা হলেন, হলেন চন্দিলাল চাকমা (৩২) পিতা সুসেন চাকমা গ্রামত্রিপুরাছড়া, সোনা মনি চাকমা (৩৮) পিতামৃত জ্যোতিষ চন্দ্র চাকমাগ্রাম দিমোক্কে ছড়া, বায়ু ধনচাকমা প্রকাশবায়ক্ক (৫২) পিতা মৃত তেজেন্দ্র চাকমা গ্রাম ধামাইছড়া, রাতু মনি চাকমা (৪৫)পিতা মৃত প্রেমরঞ্জন চাকমা গ্রাম সাপমারা, শ্যামল কান্তিচাকমা (৪৫) পিতা দয়াল মনি চাকমা গ্রাম সাপমারা, প্রত্যে মোহনচাকমা (৫৫) পিতা মৃত করুণা মোহন চাকমা গ্রাম লাঙলপাড়া, সুইধনচাকমা (৩০) পিতা পদলা চাকমা গ্রাম নতুন বড়াদাম, নব রতন চাকমা (৪৫) পিতা কমদ রঞ্জন চাকমা গ্রাম হুল্লেংপাড়া, লদ্রু সেনচাকমা (৫০) পিতা যাত্রা মোহন চাকমা গ্রাম খামারপাড়া, দেব রঞ্জনখীসা (৫০) পিতা মৃত দুর্গপদ চাকমা গ্রাম ভাঙামুরো, সুনীল কান্তি চাকমা (৫০) পিতা চন্দ্র মোহন চাকমা গ্রাম কাত্তোলতলি।


এছাড়া   আজ দুপুরে কাউখালী উপজেলা থেকে ইউপিডিএফের পরিচালক প্রশাসন বকুল চাকমাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

ইউপিডিএফ নেতা আরো দাবি করেন ‘এরআগে গত ৪ জুলাই সংস্কারবাদী দুই সংগঠনের সন্ত্রাসীরা নানিয়াচরবাজার থেকে বুড়িঘাট থেবে ২জনকে অপহরণ করে তাদের এখনো ছেড়ে দেয়া হয়নি। অপহরণকারীরা দুজনের কাছ থেকে ২০ লক্ষ টাকা দাবি করেছে।

নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ জানান, অপহরনের ঘটনা তারা শোনেননি, থানায় কেউ অভিযোগ করেনি।

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির জানান, অপহরণের বিষয়টি তারা লোকমুখে শুনেছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

আগামী ২৫জুলাই নানিয়াচর উপজেলা পরিষদের নির্বাচন, ধারণা করা হচ্ছে নির্বাচকে কেন্দ্র করে তাদের অপহরণ করা হতে পারে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions