পাহাড়ে সেনাদের ছেড়ে আসা ক্যাম্পে পুলিশ মোতায়েন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবানে পালিটোল ভবণ নির্মাণ কাজের উদ্বোধন খাগড়াছড়িতে বেসরকারী ১৫ লাইব্রেরীকে বই প্রদান অস্ত্রবাজী, রক্ত ঝরানোর প্রতিযোগিতা কখনো শান্তি বয়ে আনতে পারে না : দীপংকর তালুকদার এমপি বান্দরবানে এলজিইডি’র বাস্তবায়নে ২৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধ ভাবে আনা ৩০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ সহ ২ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে মাটিরাঙ্গার চেয়ারম্যানপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এসব পণ্য জব্দ করে। এ সময় গাড়ির চালক শাহ আলম ও সহকারী ইছহাককে আটক করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ১২৪ পিস ভারতীয় শাড়ি ও ২৮ লক্ষাধিক টাকার বিভিন্ন ভারতীয় ঔষধ পাচার হচ্ছে খবর পেয়ে পুলিশ এসব পণ্যসহ ২ জনকে আটক করে। এ সময় পাচার কাজে ব্যবহৃত জীপগাড়ি জব্দ করা হয়। আটককৃতরা সহ আরও ৩-৪ জনকে আসামী করে মামলা গ্রহণ করা হয়েছে।