শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রকাশঃ ০৮ অক্টোবর, ২০২০ ০৮:১২:০৩ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৬:৫৫:৫৫  |  ৮৩৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে গৃহবধূকে হত্যার দায়ে স্বামী মোখলেছ মিয়াকে মৃত্যুদন্ডে দন্ডিত করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের তথ্য মতে, ২০১৭ সালের ২৩ অক্টোবর সকালে খাগড়াছড়ির গুইমারার পশ্চিম বড়পিলাক এলাকায় যৌতুকের দাবিতে গৃহবধূ জান্নাত বেগমকে শ^াসরোধ করে হত্যা করে স্বামী মোখলেছ মিয়া। এ ঘটনায় নিহতের বাবা মো. ফারুক মিয়া বাদী হয়ে গুইমারা থানায় মামলা করেন। মামলার চার্জশীট ও রাষ্ট্রপক্ষের ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত মোখলেছ মিয়াকে মৃত্যুদ- ও ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

খাগড়াছড়ি জেলা জজ ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions