শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

খাগড়াছড়িতে পর্যটকদের কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশঃ ০১ অক্টোবর, ২০২০ ০৮:৪৩:১৩ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০১:৩৬:০৩  |  ৯৫৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে ২০-২৫ জন পর্যটকের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে জেলা সদরের হাতির মাথা পর্যটন থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাদের আটকে রেখে নগদ ২৮-৩০ হাজার টাকা ছিনতাই করে। এ ঘটনায় জরুরী সহায়তা সেল ৯৯৯ এ কল দিয়েও কোন সহায়তা না পাওয়ার অভিযোগ করেন পর্যটকরা।

ছিনতাইয়ের কবলে পড়া আরিফ নামের এক পর্যটক জানান, ঢাকা, খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও রামগড় থেকে ২৫ জনের মতো পর্যটক যায় হাতির মাথায়। সেখান থেকে দুপুর ২ টার দিকে ফেরার পথে স্থানীয় ৩ জন যুবক ছুরি ধরে পথরোধ করে। প্রথমে মুঠোফোন ছিনিয়ে নেয়। আকুতি মিনতি করে মুঠোফোনগুলো ফেরত নেয়া হলেও নগদ টাকা ফেরত দেয়নি। ছাড়া পাওয়ার পর জরুরী সহায়তা সেবা সেল ৯৯৯ এ কল দেয়া হলেও কোন সহযোগিতা করা হয়নি।

তবে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহম্মদ রশীদ জানান, ছিনতাইয়ের কবলে পড়া কয়েকজন থানায় এসে মৌখিকভাবে বিষয়টি জানায়। তবে তাদের কেউ লিখিত অভিযোগ করেনি। আর ৯৯৯ এ সেবা নিতে কেউ কল দেয়নি বলে জানান মুহম্মদ রশীদ।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions