বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪
খাগড়াছড়িতে

ধর্ষিতার চিকিৎসায় জেলা প্রশাসনের অনুদান, দোষীদের শাস্তি দাবিতে মানববন্ধন

প্রকাশঃ ২৯ সেপ্টেম্বর, ২০২০ ১২:১৩:৫৭ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১০:৩৯:৪৯  |  ১০১১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির  ধর্ষিত প্রতিবন্ধী নারীর শারীরিক ও মানসিক চিকিৎসায় আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা প্রশাসক। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস তাঁর কার্যালয়ে ভিকটিমে মায়ের হাতে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন। এসময় গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা উপস্থিত ছিলেন।

দেশব্যাপী ধর্ষণসহ নারী নির্যাতন বন্ধ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক  শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে খাগড়াছড়ির  শিল্পী  সমাজ। মঙ্গলবার সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে খাগড়াছড়ির মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন ও গ্রিণ সিগনাল ব্যান্ড কমিউনিটি।

অনুষ্ঠানে বক্তব্য  রাখেন সংগঠনের সভাপতি দোঅংদগ্য মারমা, উপদেষ্টা  মো: শাহীন, সহজ সভাপতি রাসেল ও সদস্য  নুর হোসেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions