শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

গুইমারা স্বাস্থ্য কমপ্লেক্সে রেড ক্রিসেন্ট সোসাইটির সংক্রমণ প্রতিরোধে সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর

প্রকাশঃ ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০৪:২০:১২ | আপডেটঃ ১৯ মার্চ, ২০২৪ ০৭:৪৯:৪১  |  ৭৯৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিট।

আইপিসি কার্যক্রমের অংশ হিসেবে গুইমারা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলমের নিকট সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) কার্যক্রমের সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেছেন পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য কংজরী চৌধুরী।

এসময় গুইমারা উপজেলা যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খাগড়াছড়ি জেলার ১১টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে আইপিসি কার্যক্রমটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি যৌথভাবে বাস্তবায়ন করছে। 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions