শনিবার | ১৮ মে, ২০২৪

কাপ্তাই লেকে পানি বাড়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে

প্রকাশঃ ২৩ জুন, ২০১৮ ০৮:১৫:২১ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৮:৩৩:২০  |  ১০১৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ভারি বর্ষণে পানি বাড়ায় কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে। বর্তমানে কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০২ ফুট। হ্রদে পানি বাড়ায় উৎপাদন বেড়েছে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে। কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক মো. শফিক উদ্দিন এসব তথ্য জানান।
তিনি জানান, রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে বর্তমান সময়ে পানি থাকার কথা ৯৯ দশমিক ৪৬ এমএসএল (মীন সী লেভেল)। পানি বাড়ায় কাপ্তাই হ্রদে বর্তমানে পানির উচ্চতা হয়েছে প্রায় ১০২ ফুট বা এমএসএল। হ্রদে পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল।
কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক মো. শফিক উদ্দিন বলেন, শুস্ক মৌসুমে কাপ্তাই হ্রদে পানি শুকিয়ে যাওয়ায় কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন একেবারে কমে যায়। বর্তমানে বৃষ্টিপাতের ফলে হ্রদে পানি বাড়ছে। ফলে বর্তমানে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে। শনিবার পর্যন্ত ৪টি ইউনিটে প্রায় দেড় শতাধিক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে। কেন্দ্রের ৫ ইউনিটের মধ্যে ৪টি সচল রয়েছে। একটি ইউনিট দীর্ঘদিন থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এটি চালু থাকলে উৎপাদন আরও বাড়ত। ইউনিটটি চালুর বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে বলে জানান কেন্দ্রটির ব্যবস্থাপক।

এদিকে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পাওয়ায় পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে জেলার বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল। এতে তলিয়ে গেছে কয়েক হাজার পরিবারের ঘরবাড়ি। বর্তমানে চরম দুর্ভোগে এসব ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষ। সরকারি আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন তারা। দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে বলে জানান, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions