পাহাড় এবং সমতলের মধ্যে কোন বিভেদ থাকবে না এমন বাংলাদেশ চাই : হাসনাত আবদুল্লাহ রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘাইছড়ির সাবেক মেয়রের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ কাজে দীর্ঘসূত্রিতা পরিহার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : পার্বত্য উপদেষ্টা
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত লিফলেট বিতরণের অংশ হিসেবে আজ সকালে দলীয় কার্যালয়ের সমানে লিফলেট বিতরণের সময় পুলিশী বাঁধার মুখে পড়ে দলীয় নেতা কর্মীরা।
পরে নেতা কর্মীরা সেখান সরে গিয়ে বনরুপা বিএম মার্কেট, কাঠালতলী এবং বনরুপা কাঁচাবাজারের আশ পাশে লিফলেট বিতরন করেন। লিফলেট বিতরনকালে জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. সাইফুল ইসলাম পনির উপজেলা বিএনপির সভাপতি এড. মামুনুর রশীদ মামুন, জেলা ছাত্রদলের সহ সভাপতি মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক কামাল হোসেনসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ শেষে বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, কারাবন্দি বেগম জিয়ার মুক্তির আন্দোলনে জন সম্পৃক্ততা বাড়াতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে। মানুষজন উৎসাহ-উদ্দীপনা এবং ব্যাপক আগ্রহ নিয়ে বিএনপি’র লিফলেট গ্রহণ করছে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে জনসম্পৃক্ততা বাড়াতে বিএনপি’র এই লিফলেট কর্মসূচী যুগান্তকারী ভূমিকা রাখবে। এসময় বেগম জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচী আসতেই থাকবে বলে জানান নেতৃবৃন্দ।