বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

প্রকাশঃ ২৯ জুন, ২০২০ ০৬:১৪:০৫ | আপডেটঃ ২০ মার্চ, ২০২৪ ১২:৪১:৫৮  |  ১১১৯
সিএইচটি টুডে ডট কম,খাগড়াছড়ি। করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমাবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে পানছড়ি সাব জোনের আওতাধীন প্রদীপ পাড়া, নীল কার্বারী পাড়া, হরিমঙ্গল পাড়া, তালতলা ও ফাতেমা নগর এলাকায় গরীব, দুস্থ জনগোষ্ঠীর মাঝে এসব ত্রাণ সহায়তা দেয়া হয়।

খাগড়াছড়ি জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় খাগড়াছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী ও পানছড়ি সাব জোন অধিনায়ক ক্যাপ্টেন মো. আহসান হাবীব উপস্থিত ছিলেন।

সেনা কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী নিরাপত্তা দেয়ার পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকে জনসচেতনতা তৈরী এবং ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions