মঙ্গলবার | ১৬ এপ্রিল, ২০২৪

পুলক চাকমার মৃত্যু রহস্য জনক দাবি ইউপিডিএফের

প্রকাশঃ ০৪ জুন, ২০২০ ১০:৫৫:৪৬ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ০৮:১৭:৫১  |  ১৩৪৭

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা আজ বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ এক বিবৃতিতে গতকাল খাগড়াছড়ি জেলা কারাগারে ইউপিডিএফের অন্যতম সংগঠক পুলক চাকমার আকষ্মিক মৃত্যুর ঘটনাকে রহস্য জনক বলে মন্তব্য করেছেন।


তিনি তার মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার দাবি জানান।


তিনি অভিযোগ করেন ২০১৮ সনে পুলক চাকমাকে গ্রেফতারের পর তার উপর নানা শাররীক ও মানসিক নিযাতন চালানো হয়।

এদিকে অপর এক বিবৃতিতে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি ইউপিডিএফের সংগঠক ভুবন  ত্রিপুরাকে বিনা অপরাধে গ্রেফতারের অভিযোগ করেন।


এসময় তিনি ভুবন ত্রিপুরাসহ সকল বন্দীর মুক্তি দাবি করেছেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions