শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

ঘাগড়া বাজারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে আহত ১

প্রকাশঃ ১৩ জুন, ২০১৮ ১২:৫০:১৬ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৮:৩২:২৩  |  ১৩৩৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ‘পাহাড়িকা’ নামে চলন্ত একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকেছে একটি দোকানে। এতে মো. নাছির উদ্দিন (৫৫) নামে বন বিভাগের এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকালের দিকে সড়কের কাউখালী উপজেলার ঘাগড়া বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী বাসটি পথে ঘাগড়া বাজার গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে দোকানে গিয়ে ঢুকে পড়লে নাছির উদ্দিন গাড়ির ধাক্কায় আহত হন। বন বিভাগের ঘাগড়া বাজার চেক পোস্টে কর্মরত বনপ্রহরী নাছির উদ্দিন ওই সময় নামাজ পড়তে সমজিদে যাচ্ছিলেন। বাসের চালক ও সহকারী পালিয়ে যায়।

রাঙামাটি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৈকত ইসলাম জানান, আহত ব্যক্তি মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন। ২৪ ঘন্টা পার না হলে তার অবস্থার বিস্তারিত জানা যাবে না।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, চট্টমেট্টো-১১-১০৭৩ নম্বরধারী যাত্রবাহী বাসটি চট্টগ্রাম থেকে রাঙামাটি যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনায় পতিত হয়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions