বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

মহালছড়িতে স্বাস্থ্য কর্মীসহ আরো ৭ জনের করোনা পজেটিভ

প্রকাশঃ ২১ মে, ২০২০ ০৬:১১:০৮ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১১:২৩:৪২  |  ১৩৫৩
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আরো সাত জনের করোনা পজিটিভ এসেছে। গত রাত (বুধবার) এই রিপোর্ট গুলো এসেছে বলে নিশ্চিত করেছেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের ফোকাল পারসন সুরেশ চাকমা।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়,  মহালছড়ি হাসপাতালের এ্যাম্বুলেন্স ড্রাইভার সহ চার জন স্টাফ, মহালছড়ি হাসপাতাল কলোনির একজন, একজন স্টাফের পরিবার এবং প্রথম বারে পজেটিভ ও দ্বিতীয় বারে নেগেটিভ আসা মনাটেক গ্রামের বাসিন্দা ঢাকার সাভার ফেরত ব্যাক্তির পুনরায় পজেটিভ এসেছে। তবে ক্যায়াংঘাট এর যে মহিলাটির প্রথম বারে পজিটিভ ও দ্বিতীয় বারে নেগেটিভ এসেছিলো তার তৃতীয় বারের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

এই পর্যন্ত মহালছড়ি থেকে ১১০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়, তার মধ্যে ৮৮ টি রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে এই পর্যন্ত ৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions