বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশঃ ০৯ মে, ২০২০ ০৭:২৪:০৬ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৩:০৬:৫৫  |  ১১৬২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে ছেলের হাতে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা পিতাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল  শুক্রবার(৮ মে) রাতে জেলা সদরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলেফ খান বেসরকারি একটি ব্যাংক থেকে অবসরে গিয়ে খন্ডকালীন ভাবে একটি বিদ্যালয়ে হিসাব রক্ষকের দায়িত্বে ছিলেন। এ ঘটনায় ঘাতক সন্তান জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধু সৈনিক লীগ খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টাকা জন্য প্রায় সময় বৃদ্ধ বাবাকে মারধর করত সন্তান জাহাঙ্গীর আলম। শুক্রবার রাতেও টাকার জন্য কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে মারধর এবং গলা চেপে ধরে। এ সময় শ^াসরোধ হয়ে আলেফ খানের মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহম্মদ রশীদ জানান, বাবাকে শ^াসরোধ করে হত্যার অভিযোগ তুলে নিহতের মেয়ে আনোয়ারা খানম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলা গ্রহণের পর ঘাতক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions