বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪

লামায় দুঃস্থদের মাঝে চাল ও সোলার প্যানেল বিতরণ

প্রকাশঃ ০৯ জুন, ২০১৮ ০৯:০৩:৪১ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ১১:২৩:৩০  |  ৬৬৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবানের লামা পৌরসভার ৩ হাজার ৮১ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল ও ১৪টি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে পৌরসভা প্রাঙ্গণে বিতরণ কাজের উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মো. মোস্তফা জামাল , ফাতেমা পারুল, বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুছা, থানা পুলিশের ওসি অপ্পেলা রাজু নাহা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ উপািস্থত ছিলেন। এছাড়া স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃর্বৃন্দসহ পৌর উপকারভোগী জনসাধারণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষে অনুদানের চেক, ঈদ উল ফিতর উপলক্ষে জেলা পরিষদের বিশেষ অনুদান ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইমামদেরকে শুভেচ্ছা উপহার স্বরূপ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions