শনিবার | ২০ এপ্রিল, ২০২৪
খাগড়াছড়ির

রামগড়ে বিএসএফ’র পুশ-ইন চেষ্টা ব্যর্থ করে দিলো স্থানীয়-বিজিবি সদস্যরা

প্রকাশঃ ০১ মে, ২০২০ ১২:৩৩:৩৫ | আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৪ ০১:৪৮:৩১  |  ৪৯২৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বাংলাদেশ-ভারতের খাগড়াছড়ির রামগড় আন্তর্জাতিক সীমান্তের ফেনী নদী দিয়ে আবারও এক মানসিক ভারসাম্যহীনকে অবৈধভাবে পুশ-ইন এর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় ও বিজিবি সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে রামগড় সীমান্তের থানা ঘাট এলাকার ফেনী নদী দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মানসিক ভারসাম্যহীন এক পুরুষকে বাংলাদেশে পুশ-ইন এর চেষ্টা করে। রামগড়ের স্থানীয়রা বিষয়টি দেখে স্থানীয় ক্যাম্পে খবর দিলে বিজিবি জোয়ানরা নদীর পাড়ে অবস্থান নিয়ে পুশ-ইন চেষ্টা ব্যর্থ করে দেয়।

রামগড় ৪৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল তারিকুল হাকিম জানান, বিজিবির প্রতিরোধের মুখে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বিএসএফ ফেরত  নিলেও সীমান্ত অবস্থান করায় দুই পাড়ে উত্তেজনা বিরাজ করায় রামগড়ের মহামুনী এলাকায় নির্মাণাধীন ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু ১ এলাকায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার রাত পৌনে ৯ টা থেকে ৯ টা ১৫ পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি গুইমারা সেক্টরের কমান্ডার কর্ণেল জি এইচ এম সেলিম হাসান।

বৈঠকে মানসিক ভারসাম্যহীন এ নাগরিককে ভারতে রেখেই তার পরিচয় শনাক্তের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়।

এর আগে, গত ২ এপ্রিল সীমান্তের একই এলাকা দিয়ে মানসিক এক ভারসাম্যহীন এক নারীকে অবৈধ ভাবে পুশ-ইন করে বিএসএফ।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions