শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

কল্পনা চাকমা’র অপহরণকারীদের বিচার দাবিতে কাল শাহবাগে প্রতিবাদীসমাবেশ

প্রকাশঃ ০৭ জুন, ২০১৮ ০৭:২৭:১৪ | আপডেটঃ ২৭ মার্চ, ২০২৪ ০৭:০৪:১১  |  ১৯৭৩
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। পার্বত্য চট্টগ্রামসহ দেশ-বিদেশে আলোচিত কল্পনা চাকমা অপহরণের ২২তম বার্ষিকী উপলক্ষে চিহ্নিত অপহরণকারীদের বিচার ও সাজার দাবিতে আগামীকাল ৮ জুন ২০১৮, শুক্রবার বিকাল ৩টায় ঢাকায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হবে। পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ) এই সমাবেশ আহ্বান করেছে।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহৃত হন হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রামসহ দেশ-বিদেশে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত হয়। কিন্তু দীর্ঘ ২২ বছরেও চিহ্নিত অপহরণকারী ও তার দোসরদের বিচার হয়নি। উপরন্তু কল্পনা অপহরণের মামলা নিয়ে গড়িমসি, কল্পনার ভাইদের হয়রানিসহ নানা ষড়যন্ত্র চলছে।
কল্পনা চাকমা অপহরণের বিচার দাবিতে পাহাড়-সমতলে আন্দোলন জোরদার করার লক্ষে উক্ত সমাবেশে উপস্থিত থেকে সংহতি প্রকাশের জন্য দেশের বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions