মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

খাগড়াছড়িতে ১৩০ পরিবারকে লক্ষ্মী চাকমা’র ত্রাণ সহায়তা

প্রকাশঃ ০৩ এপ্রিল, ২০২০ ০৭:২০:৩৭ | আপডেটঃ ১৭ মার্চ, ২০২৪ ১২:১১:৩৬  |  ১১৮৭
সিএইচটি টুডে ডট কম,খাগড়াছড়ি। খাগড়াছড়িতে  করোনার বিশেষ পরিস্থিতিতে ব্যক্তি উদ্যোগে ১’শ ৩০ পরিবার দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারকে নিজস্ব অর্থায়নে খাদ্য ও ভোগ্যপণ্য পৌঁছে দিয়েছেন তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক লক্ষ্মী চাকমা।

হতদরিদ্র কর্মহীন দুর্গম পাহাড়ি পল্লীতে ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্যোগ খাগড়াছড়িতে এই প্রথম। শুক্রবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার চরপাড়া, রোওয়া সাইয়াপাড়া, সাতভাইয়াপাড়া, আপার পেরাছড়া, বটতলীসহ ৫ টি গ্রামে ১’শ ৩০ হতদরিদ্র পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

ব্যতিক্রমী এ উদ্যোগে অংশ নেন কনজিউমারস এসোসিয়েশন (ক্যাব)-খাগড়াছড়ি জেলা কমিটির সা: সম্পাদক  প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি ফুটবল একাডেমীর সভাপতি জ্যোতিষ বসু ত্রিপুরা, সা: সম্পাদক নিখিল দে, সমাজকর্মী রুতান চৌধুরীসহ স্থানীয় হেডম্যান-কার্বারীরা উপস্থিত ছিলেন।
প্রতিটি পরিবারের হাতে তেল, ডাল, আলু, লবন, হলুদ গুড়া ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।

সমাজসেবক ও ব্যবসায়ী লক্ষ্মী চাকমা জানান, এটি আমার সামাজিক ও নাগরিক দায়বদ্ধতার অবস্থান থেকে নেয়া সীমিত উদ্যোগ। দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে আরো বেশি মানুষকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার কার্যক্রম অব্যাহত রাখবো।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions