মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

মহালছড়িতে ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনে এক ব্যাক্তিকে জরিমানা

প্রকাশঃ ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৩৩:৪২ | আপডেটঃ ১৫ মার্চ, ২০২৪ ০৩:২১:৪৩  |  ৮৯৫

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে মহালছড়ি বাজারে মোবাইল কোর্ট পরিচালনার সময় ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনে এক ব্যাক্তকে জরিমানা করা হয়েছে।


বুধবার দুপুরের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।


এই সময় ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন  ২০০৫ (সংশোধিত ২০১৩) এর ৫ ধারায় মহালছড়ি বাজারের এক ব্যাক্তিকে ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়।


এই সময় নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত তামাকের বিজ্ঞাপন এবং মেয়াদ উর্ত্তীণ খাদ্যদ্রব্য, ক্ষতিকর রং মিশ্রিত খাদ্যদ্রব্য, হাইদ্রোজ ও সাল্টু মিশ্রিত রুটি- জিলাপি  বিক্রি না করার জন্য উপস্থিত ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করেন।


এই সময় আরো উপস্থিত ছিলেন কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা সুরেশ চাকমা,পুলিশ প্রশাসন এবং মহালছড়ি বাজার ব্যবসায়ী ও বণিক সমিতির সভাপতি সুনীল দাশ।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions