বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪

রাজস্থলীতে ৪ লক্ষ টাকার সেগুন কাঠসহ মিনিট্রাক আটক

প্রকাশঃ ২৬ মে, ২০১৮ ০৯:১৮:০৪ | আপডেটঃ ০৬ এপ্রিল, ২০২৪ ০১:৩৮:৩৭  |  ৬৬০
সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় সেনাবাহিনীর ৫ আর ই ব্যাটালিয়ন এর অভিযানে বাঙ্গালহালিয়া ও রাজস্থলী আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা ৪ লক্ষ টাকার গোল সেগুন ও গামার কাঠসহ মিনিট্রাক পিরোজপুর- ড- ১১-০৩৩০ টি আটক করেন।
জানা যায় গত ২৫ মে সন্ধ্যা ৬.৩০ ঘটিকা সময় রাজস্থলী আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান এর নেতৃত্বে উপজেলার আমছড়া পাড়া ঝুলুন্ত ব্রীজের পাশ থেকে গোপনে পাচারের উদ্দেশ্যে প্রস্তুতকালে ২ লক্ষ টাকার গোল সেগুন কাঠ ও মিনিট্রাকটি আটক করা হয়। এদিকে গত বৃহষ্পতিবার  বাঙ্গালহালিয়া ইউনিয়নের পাশ্ববর্তী এলাকা ভালুকিয়া পাড়া থেকে গোপন পাচারের উদ্দেশ্যে প্রস্তুতকালে ৮১ টুকরা সেগুন ও গামারী গোলকাঠ আটক করেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ এমদাদুল হক। আটককৃত কাঠের বাজার মূল্য ২ লক্ষ টাকা। রাজস্থলীতে আটককৃত কাঠ ও গাড়ীটি রাজস্থলী সদর রেঞ্জে এবং ভালুকিয়া আটককৃত কাঠগুলো রাইখালী কারিগড় পাড়া রেঞ্জে হস্তান্তর করা হয়েছে বলে ক্যাম্প কমান্ডার জানান।


এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions