শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

ইউপিডিএফ-জেএসএস একদিকে ঐক্যের আহ্বান করছে অন্যদিকে প্রাণনাশের হুমকি দিচ্ছে

প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০১৯ ১২:২৭:৪৪ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১২:৩৮:৪৬  |  ২০৭০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ইউপিডিএফ প্রসীত ও জনসংহতি সমিতি সন্তু গ্রুপ পার্বত্য চট্টগ্রামে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে সাধারণ মানুষদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করছে ইউপিডিএফ গণতান্ত্রিক।

শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের রেগা ক্লাবের হলরুমে আয়োজিত ইউপিডিএফ গণতান্ত্রিকের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব অভিযোগ করেন।  

বক্তারা বলেন, ইউপিডিএফ প্রসীত ও সন্তু লারমা পন্থী জনসংহতি সমিতি মুখে সংঘাত বন্ধের ডাক দিলেও নৈপথ্যে পাহাড়ে শান্তির পথকে বাধাগ্রস্ত করছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারকে সহযোগীতা করতে একসাথে কাজ করতে তাদের প্রতি আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমার সভাপতিত্বে জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল কান্তি চাকমা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউপিডিএফ থেকে বের হওয়া কয়েকজন নেতাকর্মী মিলে ইউপিডিএফ গণতান্ত্রিক নামে আরেকটি আঞ্চলিক সংগঠন গঠন করে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions