বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪
বান্দরবান ব্যবসা প্রতিষ্ঠানের সামনে

ময়লা ফেলার প্রতিবাদে বাজারে দোকান বন্ধ রেখে প্রতিবাদ

প্রকাশঃ ১৮ মে, ২০১৮ ০৮:৪৮:০৭ | আপডেটঃ ১২ মার্চ, ২০২৪ ০৪:০৪:১৫  |  ৮৪৮

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক বিমল দাশের দোকানের সামনে বর্জ্য ফেলায় দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানালো ব্যবসায়ীরা। শুক্রবার সকাল থেকে ওষধের দোকান ছাড়া সবধরনের দোকান বন্ধ রেখেছে ব্যবসায়ী সংগঠনের নেতা-কর্মীরা ।

ব্যবসায়ীরা জানিয়েছেন, শুক্রবার সকালে  বান্দরবান বাজারে বিমল দাশের দোকানের সামনে পৌরসভার কর্মচারীরা এক ভ্যান বর্জ্য ফেলে চলে যায়। পরে ময়লা ফেলার বিষয়টি ব্যবসায়ী নেতাদের নজরে আসলে সাথে সাথে দোকান বন্ধ রাখার ঘোষণা দেন ব্যবসায়ীরা।

এরই প্রতিবাদে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে বিক্ষোভ সমাবেশ করেন ব্যবসায়ীরা। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বিক্ষোভ সমাবেশে ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক বিমল দাশের দোকানের সামনে বর্জ্য ফেলার প্রতিবাদ জানান এবং দোষীদের গ্রেফতার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ব্যবসায়ীরা।
এসময় ব্যবসায়ীরা আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান,অন্যথায়  আগামীতে  আরো কঠোর কর্মসূচী ঘোষনার হুঁশিয়ারি উচ্চারণ করেন ব্যবসায়ী সংগঠনের নেতা-কর্মীরা।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions