বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪

২১ শে পদক পাওয়া মংছেন চিং রাখাইন আর নেই, বিভিন্ন মহলের শোক প্রকাশ

প্রকাশঃ ০৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:১৪:০৮ | আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৪ ১০:১৫:১৪  |  ১০০০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পার্বত্য এলাকা থেকে একুশে পদকপ্রাপ্ত মংছেনচীং রাখাইন আর নেই। আজ শনিবার দুপুরে রাঙামাটি সদরের মাঝের বস্তি এলাকায় বড় মেয়ের বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন।

মংছেনচীং রাখাইন ২০১৬ সালে তিনি ২১ পদক সম্মাননায় ভূষিত হন। রাখাইন জাতিগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি নিয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা ১৭। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল খাগড়াছড়ির মহালছড়ির মানিক ডাক্তার পাড়ায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হবে।

১৯৬১ সালের ১৬ জুলাই কক্সবাজার পৌরসভার পানবাজার এলাকায় জন্মগ্রহণ করেন।

তার মৃত্যুতে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন সহ পেশাজীবী ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়া দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহম্মদ ও পাহাড়ের জনপ্রিয় অনলাইন সিএইচটি টুডে ডট কম পরিবার থেকে শোক প্রকাশ করা হয়েছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions